পঞ্চায়েত ভোটের আগে গোষ্ঠীকোন্দল নিয়ে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। কৃষ্ণনগরের জনসভা থেকে দলের বিভিন্ন বিবাদমান গোষ্ঠীর উদ্দেশ্যে কড়া বার্তা তৃণমূল নেত্রীর। বুধবার তিনি বলেন, "নদিয়ায় ভাল করে সংগঠন করতে হবে। বিধায়করা আশা করি ঝগড়া করবেন না। যে করবেন, তার দলে স্থান নেই।" পাশাপাশি দলের তাঁর সাফ জবাব, ইগো থাকলে বাড়ি বসে যান।
নদিয়া জেলা তৃণমূলের গোষ্ঠীকোন্দল কারুর অজানা নয়। একাধিকবার বিভিন্ন গোষ্ঠী প্রকাশ্যেই বিবাদে জড়িয়েছে। এমনকি, বুধবার তৃণমূল নেত্রীর সভার আগেই বিমলেন্দু-আবু তাহের গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় করিমপুর। ছিঁড়ে ফেলা হয় মমতা-অভিষেকের পোস্টার। অভিযোগ, এদিন ৯টা নাগাদ কর্মিসভায় যোগ দিতে যাওয়ার সময় একটি বাসে হামলা চালায় একদল দুষ্কৃতি। নেতৃত্বে ছিলেন নদিয়া জেলা পরিষদ সদস্য সাজেদা বিবি ও তাঁর ছেলে জনি মণ্ডল। তাঁরা করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায়ের অনুগামী বলেই পরিচিত।
অন্যদিকে, বুধবার কৃষ্ণনগরের জনসভায় ফের স্বমহিমায় দেখা গেল তৃণমূলের একসময়ের সেকেন্ড ইন কম্যান্ড মুকুল রায়কে। বিজেপি থেকে তৃণমূলের ফের পর এই প্রথমবার তৃণমূল নেত্রীর সঙ্গে একই জনসভায় দেখা গেল তাঁকে। উল্লেখ্য, ২০২১ সালের ৫ সেপ্টেম্বর বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরেন মুকুল। তৃণমূল ভবনে তাঁকে স্বাগত জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবারের সভা থেকে মুকুলের দাবি, এবারের পঞ্চায়েত ভোটে ভাল ফল করবে তৃণমূল।