মন্ত্রিসভার বৈঠকে বাজেট অধিবেশনের দিন ঠিক হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই রাজভবনে গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে প্রায় আধ ঘণ্টা ধরে মুখ্যমন্ত্রী- রাজ্যপালের আলোচনা চলে। উভয়পক্ষের আলোচনা যে সন্তোষজনক, মুখ্যমন্ত্রীর কথা থেকে তা স্পষ্ট।
রাজভবন থেকে বেরিয়ে তিনি বলেন, ‘‘রাজ্যপাল খুবই ভাল। ভদ্র মানুষ। খুবই সুন্দর ব্যবহার করেছেন। আমি মেরি ক্রিসমাস এবং হ্যাপি নিউ ইয়ার জানাতে এসেছিলাম। এটা আমাদের সৌজন্য। রাজ্য সরকারের সঙ্গে তাঁর সম্পর্ক এতই ভাল যে, আর কোনও সমস্যা হবে না। আলোচনা করে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। তিনি সহযোগিতা করছেন। এর জন্য আমরা কৃতজ্ঞ।’’
Rahul Gandhi: ভারত জোড়ো যাত্রা বন্ধ করতেই ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে করোনাকে, অভিযোগ রাহুল গান্ধীর
প্রসঙ্গত, উল্লেখ্য, প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে রাজ্য সরকারের সম্পর্ক বড় মসৃণ ছিল না।