দোরগোড়ায় পঞ্চায়েত ভোট। ইতিমধ্যেই সর্বদল বৈঠক, ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়েছে। পঞ্চায়েত ভোটের আগে এবার প্রস্তুতি শুরু করল রাজ্যের শাসক দল। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে বৈঠকে বসার সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর। আগামী ১৪ নভেম্বর বিকেল ৪টের সময় নবান্নে এই বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে থাকবেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না, উদ্যানপালন মন্ত্রী সুব্রত সাহা, মৎস্য মন্ত্রী অখিল গিরি, প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ সহ সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা। দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্কফোর্সের আধিকারিকরাও থাকতে পারেন বলেই খবর।
রাজ্যে এই মুহূর্তে জ্বলন্ত ইস্যু দ্রব্যমূল্য বৃদ্ধি। আর তা বুঝেই ভোটের আগে তড়িঘড়ি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মানুষ শাকসব্জি, ডিম, মাছ-মাংস-সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য যাতে কম দামে পান, তার জন্যই এই বৈঠক বলে মত প্রশাসনের। শুধু শহর নয়, গ্রাম-মফস্বলের বাজারেও দাম বেড়েছে হু হু করে। আর এই খবর পাওয়ার পরেই সক্রিয় হয় প্রশাসন। দাম কমাতে বৈঠকের কথা জানান মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন- Rowing Boat Accident: ফের দুর্ঘটনা, সরোবরে রোয়িং করতে গিয়ে উলটে গেল বোট
রাজ্যে বেশকিছু বছর যাবত অস্বাভাবিক হারে মূল্যবৃদ্ধি হয়েছে। তাহলে কেন পঞ্চায়েতের আগেই দাম কমানোর এই উদ্যোগ, তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধীরা। আসলে মূল্যবৃদ্ধি যে পঞ্চায়েত ভোটে একটা বড় ইস্যু হতে যাচ্ছে , তা বুঝেই এই পদক্ষেপ রাজ্যের - এমনটাই মত রাজ্যের রাজনৈতিক মহলের। কারণ এখনই এই মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করা না গেলে তার প্রভাব পড়বে সরাসরি ভোটবাক্সে। তাই আগেভাগেই সতর্ক নবান্ন।