“পঞ্চায়েতের প্রার্থী হবে ইলেক্টেড, সিলেক্টেড নয়।” কারণ, মানুষ যাকে চাইবে, তিনিই হবেন প্রার্থী। তবে পঞ্চায়েত ভোটের প্রার্থী তালিকা চূড়ান্ত করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ভার্চুয়াল বৈঠক থেকে দলীয় নেতা-কর্মীদের এভাবেই বার্তা দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
২০১৮ আর ২০২৩ সালের পঞ্চায়েত ভোটে যে বিস্তর ফারাক থাকবে, তা এদিনের ভার্চুয়াল বৈঠকে পরিষ্কার করে দেন। বিধায়ক-সাংসদ বাছাই যেভাবে হয়, সেভাবেই পঞ্চায়েতেও প্রার্থী বাছাই হবে, সেকথাও মনে করিয়ে দেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক। তিনি এও জানান, বিরোধীরা মনোনয়ন জমা দিতে না পারলে তাঁরা দাঁড়িয়ে থেকে মনোনয়ন জমা করাবেন।
আরও পড়ুন- Nonte-Fonte: ছেলেবেলার নস্টালজিয়া, বাঙালির প্রিয় কমিকস ‘নন্টে-ফন্টে’ এবার বড় পর্দায়