অনুব্রত বিহীন বীরভূমে ফের যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার অর্থাৎ আজ সেখানে যাবেন তিনি। এবং সেখানে সাংগঠনিক বৈঠকেও যোগ দেবেন। বোলপুরে ওই বৈঠক হওয়ার কথা রয়েছে। এরপর রবিবার সিউড়িতে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। সূত্রের খবর, জেলার কোর কমিটিতে অদল বদল করতে পারেন তৃণমূল কংগ্রেস নেত্রী। ফের জায়গা পেতে পারেন কাজল শেখ।
কালীঘাটের বাড়িতে বৈঠক?
এর আগে চলতি বছরের ২৩ জানুয়ারি কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে একটি বৈঠক হয়। ওই বৈঠকে ন জনের কোর কমিটি তুলে দিয়েছিলেন তিনি। এবং তার বদলে পাঁচ জনের কমিটি গঠন করে দিয়েছিলেন। এক মাসের মধ্যেই ফের বীরভূম যাচ্ছেন তিনি।
মুখ্যমন্ত্রীর বীরভূম যাওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনীতিক বিশেষজ্ঞরা। তাঁদের অনেকের ধারণা, ওই কমিটিতে আরও সদস্য যোগ করতে পারেন তিনি। সেকারণে কাজল শেখের ফের কমিটিতে ফেরার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন তাঁরা।
দ্বিতীয়ত, লোকসভা নির্বাচনের কৌশল ঠিক করতেই বীরভূমে যেতে পারেন বলে মনে করছেন জেলার রাজনীতিক মহল। রাজনৈতিক বিশেষজ্ঞদের মত, কেষ্ট বিহীন বীরভূমে ভোট কেমন হবে সেনিয়েও আলোচনা হতে পারে কোর কমিটির সঙ্গে।