কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে বিজেপি বিধায়কদের আমন্ত্রণপত্র পাঠাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সূত্রের খবর, ইতিমধ্যেই তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিকদের এই বিষয়ে নির্দেশ দিয়েছেন তিনি । উল্লেখ্য, শুক্রবারই তিক্ততা ভুলে মমতা-শুভেন্দুর রাজনৈতিক সৌজন্যতা দেখেছিল বিধানসভা । এবার,চলচ্চিত্র উৎসবে শুভেন্দু-সহ বিজেপি বিধায়কদের আমন্ত্রণ জানিয়ে
সৌজন্যে আরও এক ধাপ এগোলেন মুখ্যমন্ত্রী ।
শুক্রবার, মুখ্যমন্ত্রীর আমন্ত্রণেই বিধানসভায় তাঁর ঘরে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । মমতার সঙ্গে সাক্ষাতে শুভেন্দু অধিকারী বেশ কিছু বিষয়ে অভিযোগ তোলেন । তাঁর কথায়, সরকারি অনুষ্ঠান, প্রশাসনিক বৈঠকে বিরোধীদের না ডাকা এবং তাঁদের প্রাপ্য সম্মান দেওয়া হচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেন । যদিও, শুভেন্দুর অভিযোগ খারিজ করে দিয়ে আগের বেশ কিছু ঘটনা তুলে ধরেন, যেখানে বিরোধীদের আমন্ত্রণ জানানো হলেও তাঁরা কোনও সরকারি অনুষ্ঠান কিংবা বৈঠকে আসেননি । এরপরেই ফিল্ম ফেস্টিভ্যালে বিজেপি বিধায়কদের আমন্ত্রণ পত্র পাঠানোর বিষয়ে সংশ্লিষ্ট দফতরকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ।
নবান্ন থেকে বিজেপি বিধায়কদের আমন্ত্রণপত্র পাঠালেই যে তাঁরা সেই আমন্ত্রণে সাড়া দিয়ে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল দেখতে যাবেন, সেই আশা খুব কম । বিজেপির একটা অংশের তরফে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর ঘরে সৌজন্য বিনিময় হলেও,রাজ্য সরকারের বিরুদ্ধে কোনও লড়াইতে এক ইঞ্চিও জমি ছাড়বেন না তাঁরা ।
আগামী মাসেই ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। তার আগেই বৃহস্পতিবার বিধানসভায় চলচ্চিত্র উৎসবে উপস্থিত সম্ভাব্য অতিথিদের নাম খোলসা করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানান, আগামী ১৫ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে এবারের চলচ্চিত্র উৎসব। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হবে চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। সেখানেই উপস্থিত থাকতে পারেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান সহ একঝাঁক তারকা। থাকছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও । বিশেষ আমন্ত্রণ জানানো হবে নয়া রাজ্যপাল সিভি আনন্দ বোসকেও।