বৃহস্পতিবার বীরভূমের (Burbhum) রামপুরহাটের (Rampurhat) বগটুই গ্রামে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার একটি সরকারি অনুষ্ঠানে এ-কথা বলেছেন মুখ্যমন্ত্রী।
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি জানান, বৃহস্পতিবারই যাবেন রামপুরহাটে। দোষীরা কেউ ছাড়া পাবেন না বলেও জানান মমতা।
রামপুরহাটের ঘটনা প্রসঙ্গে মমতা বলেন, "আমরা সরকারে আছি। আমরা কি চাই কোথাও কেউ বোমা মারুক! বদনামের চেষ্টা করা হচ্ছে। যারা ঘটনা ঘটিয়েছে তারা কেউ ছাড়া পাবে না। ঘটনার পর আমি ৫০ বার ফোন করেছি। ওসি ও এসডিপিও-কে সরিয়ে দিয়েছি। সিট গঠন করেছি। ফিরহাদ হাকিমকে পাঠিয়েছি।"
রামরপুরহাট-প্রসঙ্গে আবারও রাজ্যপাল জগদীপ ধনখড়কে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধনখড়কে (Jagdeep Dhankhar) ‘লাট সাহেব’ বলে কটাক্ষ করে তাঁর মন্তব্য, সর্বদা রাজ্যের আইন-শৃঙ্খলা নেই বলে অভিযোগ করেন। কিন্তু নিজে দিব্যি ‘ঘুরে বেড়ান’।
আরও পড়ুন: Jagdeep Dhankar: রামপুরহাটের ঘটনায় মুখ্যমন্ত্রীকে পাল্টা চিঠি দিলেন রাজ্যপাল
রামপুরহাটের ওই গ্রামে অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছেন ৮ জন।ওই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই রামপুরহাটে পৌঁছে গিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এই ঘটনায় সিট গঠন করেছে রাজ্য সরকার।