গত বিধানসভায় এই নদিয়াই তৃণমূলের থেকে মতুয়া ভোট অনেকটাই দিয়ে দিয়েছিল বিজেপিকে। সেই মতুয়া ভোটকে পালে টানতেই পঞ্চায়েতের আগে ময়দানে নামছেন খোদ তৃণমূল নেত্রী। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে তাঁর জেলা সফর। আর এই সফরে মতুয়া ভোট টানতে রাসের মেলাকেই পাখির চোখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কৃষ্ণনগর যাবেন তৃণমূল নেত্রী। ৯ তারিখ কৃষ্ণনগরে প্রশাসনিক সভার পাশাপাশি মায়াপুর-শান্তিপুরের রাসযাত্রা ঘুরে দেখার কথাও রয়েছে মুখ্যমন্ত্রীর। উল্লেখ্য, দীর্ঘ ১১ বছরের শাসনকালে কখনও নদিয়ার রাস উৎসব দেখেননি তিনি।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, নদিয়া জেলার একটা বড় অংশ জুড়ে মতুয়া সম্প্রদায়ের বাস। সেই মতুয়া ভোটে বড়সড় ভাগ বসিয়েছিল বিজেপি। লোকসভা ভোটের পর বিধানসভা ভোটেও মতুয়া অধ্যুষিত একাধিক আসনে জেতে গেরুয়া শিবির। যা পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলের যথেষ্ট মাথাব্যাথার কারণ হতে পারে বলেই দাবি রাজনৈতিক মহলের। তাই মনে করা হচ্ছে, রাসকে সামনে রেখেই জনসংযোগের রাশ পঞ্চায়েত ভোটের আগে নিজের হাতেই রাখতে চান মমতা বন্দ্যোপাধ্যায়।
আগামী বুধবার কৃষ্ণনগরে সভা করবেন মমতা। ১০ তারিখ হবিবপুরে হবে নদিয়া জেলার প্রশাসনিক বৈঠক। তারপর মমতা কলকাতায় ফিরবেন। এমতাবস্থায় আগামী ৯ তারিখের রাজনৈতিক জনসভাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মত দলীয় নেতৃত্বের। ওই মঞ্চ থেকে বর্তমান সময়ে দলীয় কর্মী ও সাধারণ মানুষের সামনে তৃণমূলের বার্তা তুলে ধরবেন জননেত্রী। কার্যত এই সভা থেকেই পঞ্চায়েত ভোটে ঝাঁপিয়ে পড়ার বার্তা দেওয়া হবে বলেই মত রাজনীতির কারবারিদের।