দেবীপক্ষ শুরুর আগেই পুজোর ফিতে কাটা শুরু করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সুজিত বসুর পুজো উদ্বোধন করবেন তিনি। এরসঙ্গে টালা প্রত্যয়ের পুজোও উদ্বোধন করার কথা রয়েছে তাঁরা।
এই দুটো বিগ বাজেটের পুজো ছাড়াও উত্তর কলকাতার আরও কয়েকটি পুজো উদ্বোধনও করবেন মুখ্যমন্ত্রী। তবে যেহেতু পায়ে চোট লেগেছে মুখ্যমন্ত্রীর সেকারণে ভার্চুয়াল মাধ্যমেই উদ্বোধন সারবেন তিনি।
এবিষয়ে দ্যা ওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে দমকল মন্ত্রী সুজিত বসু জানিয়েছে, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেও পুরোটাই হবে ভার্চুয়াল মাধ্যমে। তিনি বলেন, "উনি মণ্ডপে আসতে পারছেন না, সেটা খারাপ লাগছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ওনার পায়ের দ্রুত নিরাময় হোক।"
Read More- কামদুনি কাণ্ড , বিচার চেয়ে দিল্লিতে মৌসুমী, টুম্পারা
এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার ক্যাবিনেট বৈঠকও করবেন। তবে এবার নবান্নে নয়, নিজের বাড়িতেই বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।