ভোটের দিন ঘোষণার পর থেকেই বার বার বিরোধীরা আক্রমণ করেছেন তাঁকে। মনোনয়ন পর্ব থেকে শুরু করে ভোট গ্রহণ সব কিছুতেই তীব্র সমালোচনার মুখোমুখি হয়েছে। তবে সবক্ষেত্রেই রাজ্যের মানুষের উপর আস্থা রেখেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত নির্বাচনে ফলাফলে রাজ্য জুড়ে যখন সবুজ ঝড় ঠিক তখন দিনের শেষে উচ্ছ্বাস প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো। ফেসবুক পোস্টে তাঁর বক্তব্য, বাংলার মানুষের হৃদয়ে তৃণমূল কংগ্রেসই রয়েছে।
বেলা গড়াতেই পঞ্চায়েত নির্বাচনের ফলাফল স্পষ্ট হতে শুরু করে। গ্রাম বাংলার দখলে যে ফের তৃণমূল কংগ্রেস তা বুঝতে পেরেই ফেসবুকে একটি পোস্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, রাজ্যজুড়ে ব্যাপকভাবে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য বাংলার মানুষের কাছে তিনি কৃতজ্ঞ।
প্রতিবারের মতোই তৃণমূল কংগ্রেসের জয়কে সাধারণ মানুষের কাছে উৎসর্গ করেন। তিনি লেখেন, "এই জয় আমার প্রণম্য গণদেবতার জয়। আবার এই জয় প্রমাণ করল বাংলার মানুষের হৃদয়ে তৃণমূল কংগ্রেসই আসীন।"