পশ্চিমবঙ্গ দিবস নিয়ে আলোচনার জন্য এবার সর্বদলীয় বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি মাসের ২৯ তারিখ নবান্নে ওই বৈঠক হবে। যদিও বিজেপির কোনও প্রতিনিধি ওই বৈঠকে উপস্থিত থাকবেন কিনা সেনিয়ে প্রশ্ন উঠছে এখনই।
পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে রাজভবনের দ্বন্দ্ব শুরু হয়েছে। চলতি বছরে ২০ জুন রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয়েছিল। শুভেচ্ছা জানিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। রাজ্য বিজেপিও ওই একই দিনে পশ্চিমবঙ্গ দিবস পালন করে। কিন্তু চরম আপত্তি তোলে রাজ্য। সূত্রের খবর পরিস্থিতি এমন জায়গায় যায় যে স্বয়ং মুখ্যমন্ত্রী রাজ্যপালকে ফোন করে রাজভবনে ওই অনুষ্ঠান বন্ধ রাখার অনুরোধ করেন। সোমবার রাজ্য় সরকারের তরফে বলা হয়, ১ বৈশাখ পালন করা হোক পশ্চিমবঙ্গ দিবস। আর তারজন্যই বৈঠকের সিদ্ধান্ত।