রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Subhendu Adhikary) খুনের পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের, বিস্ফোরক মন্তব্য ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh)-এর।
সোমবার বিকেলে চাকদাতে এক বৈঠক শেষে পুলিশের সঙ্গে বচসা হয় শুভেন্দু অধিকারীর। শুভেন্দুর অভিযোগ, পুলিশরা তাঁকে মারার চেষ্টা করছে। এই প্রসঙ্গে বিজেপি সাংসদ অর্জুন সিং সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "সরকারি ভাবেই শুভেন্দু অধিকারীকে খুন করার চেষ্টা চলছে। যে কোনও মুহূর্তে পুলিশকে দিয়ে, এজেন্সিকে দিয়ে শুভেন্দুকে খুন করে বলা হবে গোষ্ঠীদ্বন্দ্বে মারা গিয়েছে, এইটাই বাংলায় চলে"।
অমিত শাহকে (Amit Shah) এই প্রসঙ্গে অবিলম্বে জানিয়ে রাখা হবে বলে জানান অর্জুন সিং।
আনিস খানের মৃত্যু প্রসঙ্গে অর্জুন সিং বলেন, "আনিসের পরিবারের পাশে সবরকম ভাবে আছি। পরিবারকে ধন্যবাদ, তাঁরা রাজ্য পুলিশের ওপর আস্থা না রেখে সিবিআই তদন্ত চেয়েছে",