লগ্নি টানতে ফের বিদেশ যাত্রার পরিকল্পনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। আগামী মাসেই তিনি স্পেন ও দুবাই যেতে পারেন। সূত্র মারফত খবর, ইতিমধ্যে বিদেশ মন্ত্রকের কাছ থেকে এবিষয়ে অনুমতি চাওয়া হয়েছে। সেখান থেকে সবুজ সংকেত পাওয়া গেলেই চূড়ান্ত হবে মমতার বিদেশ যাওয়ার দিনক্ষণ।
বাংলায় বিনিয়োগ বাড়ানোর একাধিক পরিকল্পনা অতীতেও জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। এবার ফের উদ্য়োগী হলেন তিনি। জানা গিয়েছে, দুবাই ও স্পেনে গিয়ে একাধিক শিল্পপতিদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।
ক্ষমতায় এসেই শিল্প কারখানা তৈরিতে উদ্য়োগী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। যদিও তাঁকে কটাক্ষ করতে ছাড়েন বিরোধীরা। ফলে শিল্পবিমুখ ভাবমূর্তি কাটাতে ফের আসরে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও একাধিকবার দেশ ও বিদেশের শিপ্লপতিদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। একাধিকবার রাজ্যে বাণিজ্য সম্মেলন করেছিলেন। সেখানেও দেশের নামী শিল্পপতিরা উপস্থিত ছিলেন।
বারবারই এরাজ্যে যে শিল্পের জন্য অনুকূল পরিবেশ রয়েছে তা নিজের বক্তব্যে জানিয়েছেন। শিল্পপতিদের জন্য একাধিক সুবিধাও চালু করা হয়েছে রাজ্য সরকারের তরফে।