মমতা বন্দ্যোপাধ্যায়ের রেড রোডের ধর্ণা মঞ্চ দ্বিতীয় দিন সকাল থেকেই জমজমাট। ছাত্রযুবরা গিটার হাতে গান ধরেছেন মঞ্চে। তাঁদের সঙ্গে গলা মেলাচ্ছে মুখ্যমন্ত্রীও।
ধর্নার দ্বিতীয় দিন, তৃণমূলের তরুণ প্রজন্মের সঙ্গে গলা মিলিয়ে মমতা গাইলেন, 'বাংলার মাটি বাংলার জল...', গাইলেন 'এবার তোর মরা গাঙে বান এসেছে...'। সেই সঙ্গে শোনালেন ছাত্রজীবনের গল্প।
মমতা জানালেন, তিনি যখন কলেজে পড়তেন, তখন থেকেই রাজনৈতিক মঞ্চে গান গাইতেন। মিন্টু দাশগুপ্ত ছিলেন একটি ব্লকের সভাপতি৷ তিনি তৈরি করেছিলেন গানের স্কোয়াড। সেখানে গান গাইতেন মমতা।
কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজ্যকে বঞ্চনা করার অভিযোগ তুলে ধর্নায় বসেছেন মমতা। রাতে রেড রোডেই ছিলেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের নেত্রী দোলা সেন।