চার রাজ্যের মধ্যে তিন রাজ্যেই লজ্জাজনকভাবে হেরেছে কংগ্রেস। অবশ্য তেলাঙ্গানায় মুখরক্ষা হয়েছে তাদের। এই ফলাফলে বেশ কিছুটা ব্যকফুটে হাত শিবির। রাজনৈতিিক বিশ্লেষকদেরর অনেকে মনে করছেন এর ফলে বিরোধী জোট মঞ্চ INDIA-তেও অনেকটা ধাক্কা খাবে রাহুল গান্ধি, মল্লিকার্জুন খড়গেরা।
৫ রাজ্যের নির্বাচনে ভোটের দিনক্ষণ ঘোষণার পরেই সেভাবে বিরোধী জোটের কোনও বৈঠকই হয়নি। বিভিন্ন রাজ্যে প্রচারের কাজে নেতাররা ব্যস্ত থাকার অজুহাত দেখিয়েছিল কংগ্রেস। এমনকি, সমাজবাদী পার্টি মধ্যপ্রদেশে জোট করতে চাইলে কংগ্রেসের তরফেও একপ্রকার তাচ্ছিল্য করা হয়েছিল। তারপর রবিবার এই লজ্জাজনক হারের পর জোটের মধ্যেও বেশ বেগ পেতে হতে পারে হাত শিবিররকে। ফলে অনেকেরই ধারণা এবার জোটের চালকের আসনে দেখা যেতে পারে ঘাসফুল শিবিরকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই INDIA জোটের পরবর্তী পদক্ষেপ নেওয়া হতে পারে।
জোট ঘোষণার পর থেকেই নিজেদের চালকের আসনে দেখতে চেয়েছিল কংগ্রেস। সরাসরি মুখ না খুললেও হাত শিবিরের অনেকেই বোঝাতে চেয়েছিলেন কংগ্রেস ছাড়া জোট একপ্রকার অসম্পূর্ণ। কিন্তু তিন রাজ্যে লজ্জাজনক ফলাফলের পর কংগ্রেসকে যে সেই দাবি থেকে সরতেই হবে তা মনে করছেন অনেকেই।