আবার কেন্দ্রীয় সরকারের অনুষ্ঠান। আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(CM Mamata Banerjee) সামনে উঠল 'জয় শ্রীরাম' স্লোগান। এর আগে ভিক্টোরিয়া মেমোরিয়ালেও একই কাণ্ড ঘটে। এবার একই ঘটনার সাক্ষী থাকল হাওড়া(Vande Bharat Express Inauguration)।
জানা গিয়েছে, শুক্রবার পূর্বনির্ধারিত সূচি মেনে বন্দে ভারতের এক্সপ্রেসের উদ্বোধনে হাওড়া যান মমতা(CM Mamata Banerjee)। এরপর মঞ্চে ওঠার সময় প্ল্যাটফর্মে উপস্থিত দর্শকদের একাংশ 'জয় শ্রীরাম' স্লোগান দিয়ে ওঠেন বলে অভিযোগ। অবস্থা হাতের বাইরে চলে যাওয়ার আগে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব(Railway Minister Ashwini Vaishnab) জনতাকে থামানোর চেষ্টা করেন। রেলের অন্যান্য পদস্থ আধিকারিকরাও এগিয়ে এসে এই অপ্রীতিকর পরিস্থিতি সামাল দেন। যদিও এই ঘটনার পর আর মঞ্চে ওঠেননি মমতা(CM Mamata Banerjee)। মঞ্চে না উঠেই বন্দে ভারত এক্সপ্রেসের(Vande Bharat Express Inauguration) উদ্বোধনে ভাষণ দেন মুখ্যমন্ত্রী।