পুলিশ হেফাজতে থাকাকালীন বেধড়ক মারধরের অভিযোগ। তার জেরেই মৃত্যু এক বাইশ বছরের যুবকের। অভিযোগের তির সুন্দরবন পুলিশ জেলার ঢোলাহাট থানার বিরুদ্ধে। ঘটনায় তুমুল উত্তেজনা দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানা এলাকায়। মৃতের নাম আবু সিদ্দিক হালদার।
জানা গিয়েছে, মৃত যুবকের কাকা মহসিন হালদারের বাড়ি থেকে সোনার গয়না চুরি হয়৷ ঢোলাহাট থানায় ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। এরপরেই ওই যুবককে থানায় তুলে আনে পুলিশ। অভিযোগ, ওই যুবককে বেধড়ক মারধর করে জোর করে চুরির অভিযোগ লিখিয়ে নেওয়া হয়। এরপর ৪ জুলাই কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হয় আবু সিদ্দিককে। ওইদিন জামিন দেয় আদালত।
কিন্তু বাড়ি ফেরার পরেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন আবু সিদ্দিক। তাঁকে মথুরাপুর, ডায়মন্ড হারবার ও চিত্তরঞ্জন হাসপাতলে ভর্তি করানোর চেষ্টা করা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় শেষ পর্যন্ত পার্কসার্কাসের একটি নার্সিংহোমে ভর্তি করানো হলে সোমবার রাত দশটা নাগাদ ওই যুবকের মৃত্যু হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে বিভাগীয় তদন্ত শুরু করেছে জেলা পুলিশ।