‘দিদির সুরক্ষা কবচ’-এ (Didir Suraksha Kavach) অভিযোগ জানাতে এসেছিলেন এক ব্যক্তি । কিন্তু, অভিযোগ শোনার পরিবর্তে তাঁর গালেই থাপ্পড় কষালেন তৃণমূলের কর্মী (TMC) । আর গোটা ঘটনা ঘটেছে, খাদ্যমন্ত্রী রথীন ঘোষের (Rathin Ghosh) সামনেই । এমনই অভিযোগ উঠেছে উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থানার ইছাপুর নীলগঞ্জ পঞ্চায়েতের সাইবনা এলাকায় ।
‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি নিয়ে একের পর এক বিতর্ক লেগেই রয়েছে । ইছাপুরেও সেই বিতর্কের আঁচ লাগল । জানা গিয়েছে, মন্ত্রী রথীন ঘোষের কাছে অভিযোগ জানাতে গিয়েছিলেন স্থানীয় বাসিন্দা সাগর বিশ্বাস । অভিযোগ, মন্ত্রীর কাছে অভিযোগ জানাতে এলে প্রথমে তাঁকে শাসানো হয় । পরে তাঁকে কষিয়ে থাপ্পড়ও মারেন এক স্থানীয় তৃণমূল কর্মী। অভিযোগ, ধাক্কা দিতে দিতে ঘটনাস্থল থেকেও বার করে দেওয়া হয় তাঁকে । পরে অবশ্য আক্রান্ত যুবকের কাছে হাতজোড় করে ক্ষমা চেয়ে নেন রথীন ঘোষ ।
আরও পড়ুন, Howrah News: বেপরোয়া টোটো চালানো নিয়ে প্রতিবাদ, পুরোহিতকে খুনের অভিযোগ টোটো চালকের বিরুদ্ধে