বহরমপুর ছাত্রী খুনের ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার প্রেমঘটিত সমস্যার জেরে হামলার অভিযোগ। প্রেমে প্রত্যাখ্যাত হয়ে প্রেমিকার বাড়ির লোকজনের উপর বোমা ছোড়ার(Bombing in Pandaveswar) অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে। শুক্রবার রাতে নজিরবিহীন এই ঘটনার সাক্ষী থাকল পশ্চিম বর্ধমানের(West Burdwan) পাণ্ডবেশ্বর। বোমার আঘাতে তরুণীর পরিবারের চার জন আহত হয়েছেন। তাঁদের বাহাদুরপুর উপ-স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। গোটা ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গেছে, জামুড়িয়া(Jamuria) ২ নম্বর ব্লকের ডোম-বাউড়িপাড়া এলাকার বাসিন্দা রাজীব বাউড়ির সঙ্গে ওই এলাকার এক তরুণীর দীর্ঘদিনের সম্পর্ক। যদিও ওই তরুণীর পরিবারের দাবি, একবছর আগেই তাঁদের মেয়ে এই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছে। কিন্তু সম্পর্ক রাখার জন্য রাজীব তাঁকে চাপ দিতেন বলে অভিযোগ। তরুণীর পরিবারের আরও দাবি, কোনওভাবেই সম্পর্কে ফিরতে না পেরে মেয়েকে খুনের হুমকি(Death Threat) দেন রাজীব।
আরও পড়ুন- Murshidabad Murder Update: মাংসের দোকান খুলবে বলে কিনেছিল ছুরি, অনলাইনে 'টয়গান' অর্ডার দেয় সুশান্ত
এরপর শুক্রবার রাতে তরুণীর পরিবারের লোকজনকে উদ্দেশ্য করে বোমা(Bombing) ছোড়েন রাজীব। বোমার আঘাতে আহত হন মানিক বাদ্যকর, তারক বাদ্যকর, হাদু বাউড়ি এবং লক্ষ্মীকান্ত বাউড়ি নামক চার ব্যক্তি।