ফের হাতির তাণ্ডবে প্রাণ হারালেন ঝাড়গ্রামের দুই বাসিন্দা। সোমবার রাতে বুনো হাতির হামলায় মৃত্যু হয় এক যুবক ও বৃদ্ধার। ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশকে সঙ্গে নিয়ে এলাকায় যান বন দফতরের আধিকারিকরা। রাতেই মৃতদেহগুলি উদ্ধার করে গ্রামে নিয়ে যাওয়া হয়।
স্থানীয় সূত্রে খবর, সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে সুজিত মাহাতোকে শুঁড়ে তুলে আছাড় মারে মত্ত দাঁতাল। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এরপর খাবারের সন্ধানে এক বাড়ির মধ্যে ঢুকে পড়ে একদল হাতি। তাদের সামনে পড়ে যেতেই পা দিয়ে পিষে দেয় বৃদ্ধা নমিতা মাহাতোকে। পরস্পর এইদুটি ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা ক্ষোভ উগড়ে দিয়েছেন বন দফতরের আধিকারিকদের উদ্দেশ্যে। উল্লেখ্য, শনিবার থেকে হাতির আক্রমণে মোট ৪ জন প্রাণ হারালেন।
আরও পড়ুন- Khalistani Twitter Accounts blocked: দেশে খলিস্তানপন্থীদের টুইটার বন্ধের সিদ্ধান্ত কেন্দ্র সরকারের