অর্থের অভাবে অ্যাম্বুল্যান্স পাননি। ভরদুপুরে রাস্তায় স্ট্রেচারে শুইয়ে নিয়ে যাওয়া হল রোগীকে। সিটি স্ক্যান করানোর জন্য নিয়ে যেতে বলেছিলেন চিকিৎসক। এরপরই রাস্তায় স্ট্রেচার নিয়ে যান রোগীর আত্মীয়রা। ঘটনাটি বর্ধমানের কালনার সুপার স্পেশালিটি হাসপাতালের।
রোগীর আত্মীয়দের দাবি, পয়সা না থাকায় রোগীকে স্ট্রেচার করেই নিয়ে গিয়েছেন তাঁরা। প্রসঙ্গত, শুক্রবার রাতে সাইকেল নিয়ে বাড়ি ফেরার সময় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন সাহার আলি নামে এক ব্যক্তি। রাতেই তাঁকে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।
কয়েকদিন আগেই মালদহে খাটিয়া করে এক রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার মর্মান্তিক দৃশ্য সামনে এসেছিল। জেলার নাগরিক ও রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়।