রাজাবাগানে মদের আসরে গুলিতে আহত ব্যক্তির মৃত্যু (Rajabagan Shootout) । মৃতের নাম মহম্মদ টিপু(৩৫)। শুক্রবার রাতে রাজাবাগান (Rajabagan) থানা এলাকার খান গলিতে ঘটনাটি ঘটেছে । এসএসকেএম হাসপাতালে ওই ব্যক্তি চিকিৎসাধীন ছিলেন । শনিবার রাতে তাঁর মৃত্যু হয় ।
শুক্রবার প্রায় মধ্যরাত । রাজাবাগান থানা এলাকার খান গলিতে তখন চার-পাঁচ জন যুবক মদ্যপান করছিলেন বলে খবর । হঠাৎ গুলির শব্দে কেঁপে ওঠে এলাকা । বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে আসে ঘটনাস্থলে । সেখানে মহম্মদ টিপু নামে ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন । প্রথমে তাঁকে তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে শারীরিক অবস্থার অবনতি হলে এসএসকেএম হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করা হয় । হাসপাতাল সূত্রে খবর,ব্যক্তির শরীর থেকে গুলিটি বের করা সম্ভব হলেও শনিবার রাতে তাঁর মৃত্যু হয় ।
আরও পড়ুন, CPM Free Coaching Center: জনসংযোগ বাড়াতে সিপিএমের ভরসা 'বিকল্প পাঠশালা'
স্থানীয় সূত্রে খূর, ওই এলাকায় প্রায়ই মদের আসর বসে । সেখানে শুক্রবার কীভাবে গুলি চলল, ওই ব্যক্তি কি নিজেই নিজেকে গুলি করেছে ? এমন প্রশ্নও উঠে আসছে । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।