অমানবিকতার ছবি ধূপগুড়িতে (Dhupguri Train Accdient)। চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেললাইনে দীর্ঘক্ষণ পড়ে থাকলেন গুরুতর জখম যাত্রী। অনেকেই মোবাইলে ছবি তুললেন, কিন্তু তাঁকে হাসপাতালে নিয়ে গেলেন না। ঘণ্টাখানেক পর সেই যাত্রীর মৃত্যু হয়।
বৃহস্পতিবার সকালে ধূপগুড়ি এবং আলতাগ্রাম স্টেশনের মাঝে চলন্ত ট্রেন থেকে এক যুবক আচমকা পড়ে যান। দুর্ঘটনায় তিনি গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দারা তাঁকে রেললাইনের উপর পড়ে থাকতে দেখেন। অনেকেই মোবাইল ফোনে তাঁর ছবি তোলেন বা ভিডিয়ো রেকর্ড করেন। কিন্তু কেউ উদ্যোগ নিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে যাননি। বাসিন্দাদের একাংশের অবশ্য অভিযোগ, তাঁরা রেল, ধূপগুড়ি থানা ও দমকলকে খবর দিয়েছিলেন, কিন্তু খবর পাঠানোর ঘণ্টাখানেক পর রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তখনও ওই যুবকের জ্ঞান ছিল। রেল পুলিশ তাঁর বক্তব্য রেকর্ডও করেন কিন্তু আইনি নিয়মকানুন মানতে গিয়ে আরও কিছুটা দেরি হয়। শেষ পর্যন্ত ওই যুবককে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল তখন রাস্তায় তাঁর মৃত্যু হয়।
Mandira Bedi : ৩৬৫ দিন রাজকে ছাড়া, স্বামীর স্মৃতিতে হৃদয়বিদারক পোস্ট মন্দিরা বেদীর
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম খতিবুল আলম। তিনি অসমের বাসিন্দা ছিলেন। তিনি গুয়াহাটি থেকে মুম্বই যাচ্ছিলেন ডাউন লোকমান্য তিলক এক্সপ্রেসে। ধূপগুড়ি স্টেশন পার হওয়ার পর তিনি কোনও ভাবে চলন্ত ট্রেন থেকে পড়ে যান। ট্রেনটি তাঁর উপর দিয়ে চলে যাওয়ায় দুটো পা-ই কাটা পড়ে।