রাজ্যে ফের বোমা বিস্ফোরণ। প্রাণ গেল এক তরুণের। রহড়া থানার অদূরের এই ঘটনায় স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এত বোমা আসছে কোথা থেকে, তা নিয়েও উঠছে প্রশ্ন। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, অন্যান্য দিনের মতো শনিবার সকালে রহড়া থানার পেছনের মাঠে আবর্জনা পরিষ্কার করতে যান এক প্রৌঢ়। স্টিলের একটি কৌটোর মতো সামগ্রী পান তিনি। পরে ওই কৌটোটি বালতিতে ভরে বাড়িতে নিয়ে আসেন। এরপর ওই কৌটোটি হাতে পায় প্রৌঢ়ের নাতি শেখ সোহেল। খেলতে খেলতে কৌটোটি বাড়ির সামনে ল্যাম্পপোস্ট ছুড়ে মারে সে। সেই সময় বিস্ফোরণ ঘটে। বোমার আঘাতে ছিন্নভিন্ন হয়ে যায় ওই তরুণের দেহ।
আরও পড়ুন- Burdwan Crime News: প্রেমে 'প্রত্যাখ্যান', প্রেমিকার বাড়ি বোমা যুবকের
গুরুতর আহত অবস্থায় শেখ সাহিলকে উদ্ধার করে প্রথমে বারাকপুর বি এন বোস মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে সাগর দত্ত হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। তবে চিকিৎসকরা জানান মৃত্যু হয়েছে তাঁর। স্বাভাবিকভাবেই এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বোমা কীভাবে ওই আবর্জনার স্তূপে এল, তা খতিয়ে দেখছে পুলিশ। রহড়া থানা থেকে ঢিলছোঁড়া দূরত্বে এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। স্বভাবতই নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয়রা।