বন্দেভারত এক্সপ্রেসে চাপার সময় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন এক যাত্রী। পা পিছলে প্ল্যাটফর্ম এবং চলন্ত ট্রেনের মাঝে আটকে যান তিনি। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে হাওড়া স্টেশনে। পুরো বিষয়টি নজরে আসে একজন নিরাপত্তারক্ষীর। তিনি কোনওরকমে উদ্ধার করেন ওই ব্যক্তিকে।
এদিন সকালে হাওড়া থেকে ৬টা ১০ মিনিটে ছাড়ে হাওড়া পুরী বন্দেভারত এক্সপ্রেস। এক ব্যক্তি ট্রেন ছাড়ার মুহূর্তে স্টেশন পৌঁছন। সেসময় গার্ডের কামরা দিয়ে চলন্ত ট্রেনের ভিতরে ঢোকার চেষ্টা করেন। ঠিক সেই সময়ই পা পিছলে পড়ে যান তিনি।
পুরো বিষয়টি দেখতে পান বি কে চৌধুরী নামে এক RPF কর্মী। তিনি দৌড়ে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করেন। তাঁকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।