এ যেন বলিউড ছবির প্লট। খুন কা বদলা খুন! ২০২১ সালে খুনের অভিযোগ ওঠে দীনেশ বর্মণ (৭১) নামে এক ব্যক্তির বিরুদ্ধে (Jalpaiguri Murder)। জামিনে মুক্তি পেয়ে রবিবার বাড়ি ফিরতেই তাঁকে খুন করা হয়।
জলপাইগুড়ি শহর সংলগ্ন সুকান্ত নগর কলোনিতে বাড়ি দীনেশ বর্মণের। ২০২১ সালের অগস্ট মাসে পরকীয়ার অভিযোগে রাজা বসাক নামে এক যুবক খুন হয়েছিল এলাকায়। সেই ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন দীনেশ। গ্রেফতার হওয়ার পর তিনি এতদিন জেল হেফাজতে ছিলেন। মাস দুয়েক আগে জামিনে ছাড়া পান। তারপর তিনি এতদিন আত্মীয়র বাড়িতে ছিলেন। রবিবার দুপুরে তিনি সুকান্ত নগরে নিজের বাড়ি ফেরেন। অভিযোগ, তখনই দীনেশের উপর চড়াও হয় রাজা বসাকের পরিবারের লোকজন। তারপর দীনেশকে কুপিয়ে খুন করা হয়। মারধর করা হয় দীনেশের পরিবারের অন্য সদস্যদের। দীনেশের বাড়িতেও ভাঙচুর করা হয়।
New Cinema Bismillah : অগাস্টেই মুক্তি পাচ্ছে ঋদ্ধি-শুভশ্রীর বিসমিল্লাহ, মুক্তি পেল টিজার পোস্টার
এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সুকান্ত নগরে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। তবে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। পুলিশ জানিয়েছে, ঘটনার পরেই অভিযুক্ত রাজা বসাকের বাবা, ভাই-সহ পরিবারের সবাই পালিয়ে গিয়েছেন। তাঁদের খোঁজ চলছে। দীনেশের দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন এবং খুনে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে।
এ যেন বলিউড ছবির প্লট। খুন কা বদলা খুন! ২০২১ সালে খুনের অভিযোগ ওঠে দীনেশ বর্মণ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। জামিনে মুক্তি পেয়ে রবিবার বাড়ি ফিরতেই তাঁকে খুন করা হয়।