পঞ্চায়েত নির্বাচনের গণনার দিন বিস্ফোরণ পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচা এলাকায়। মঙ্গলবার এই ঘটনায় গুরুতর আহত এক বৃদ্ধ। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। তবে তিনি কোনও রাজনৈতিক দলের সমর্থক বা কর্মী কিনা, তা জানা যায়নি। স্থানীয় সূত্রে খবর, আহতের নাম গুরুপদ ভুঁইয়া।
বাকচা গ্রাম পঞ্চায়েতের গোবরদান গ্রামে আচমকা তীব্র বিস্ফোরণ হয়। স্থানীয়রা বাঁশবাগানে রক্তাক্ত অবস্থায় বৃদ্ধকে উদ্ধার করেন। পরিবার সূত্রে খবর, দুপুরে বাঁশবাগানে বাঁশ কাটতেগিয়েছিলেন। দাবি, সেখানেই বোমা রাখা ছিল। বাঁশ কাটার সময় কোনও ভাবে ওই বোমা ফেটে যায়। জানা গিয়েছে, ওই ব্যক্তির বাঁ হাতের কব্জি উড়ে গিয়েছে। কপাল ও মাথাতেও চোট পেয়েছেন।
আশঙ্কাজনক অবস্থায় গুরুপদকে তাম্রলিপ্ত সরকারি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত।