মদ খাওয়া ঘিরে বচসা। যার জেরে খুন পানিহাটির এক যুবক। রবিবার সকালে পানিহাটির (Panihati) গঙ্গার চর থেকে ওই যুবকের দেহ উদ্ধার হয়। অভিযোগ, ধারাল অস্ত্র দিয়ে গলা নলি কেটে তাঁর দেহ গঙ্গার চরে পুঁতে দেয় নিহতের চার বন্ধু। ওই চার অভিযুক্তকে গ্রেফতার করেছে খড়দহ থানার পুলিশ (Khardaha Police Station)। পুলিশ সূত্রে খবর, রবিবার ধৃতদের আদালতে তোলা হবে।
পুলিশ জানিয়েছে, রবিবার সকালে পানিহাটি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে গঙ্গাঘাট সংলগ্ন এলাকায় এক যুবকের দেহ পড়ে থাকতে দেখা যায়। থানায় খবর দেন স্থানীয়রা। ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে পুলিশ। জানা গিয়েছে, ওই যুবকের নাম ভান্ডারী। বয়স ৩৫। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ভান্ডারীর চার বন্ধু মুস্তাক, সূর্য, লাল্লু ও নিবেদকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন: নিম্নচাপের জেরে রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা, উপকূলে ৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া
পুলিশের প্রাথমিক অনুমান, গঙ্গার ঘাটে পাঁচ বন্ধু মিলে মদ্যপান করার সময় বচসা হয়। তার জেরেই ভান্ডারীকে খুন করা হয়েছে। বচসা চলাকালীন ভান্ডারীর গলার নলি চপার দিয়ে কেটে গঙ্গার মাটির চরে পুঁতে দেয় ওই চার বন্ধু। তদন্তে নেমে বেলঘরিয়া, কামারহাটি ও আগরপাড়া অঞ্চলকে থেকে তাদের গ্রেফতার করেছে পুলিশ। খুনে ব্যবহৃত চপারটিও উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের। রবিবার তাদের ব্যারাকপুর আদালতে তোলা হবে।