কোচবিহারের গিতালদহে বিএসএফের (BSF) গুলিতে মৃত যুবকের বাড়িতে গেল তৃণমূলের প্রতিনিধি দল। রবিবার উত্তরবঙ্গ- (North Bengal) উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর (Udayan Guha) নেতৃত্বে ওই দল নিহত যুবকের পরিবারের সঙ্গে দেখা করে।
শনিবার এই ঘটনার পরই তৃণমূলের তরফ থেকে ঘটনার তীব্র নিন্দা করা হয়েছিল। রবিবার সকালে দিনহাটার বিধায়ক উদয়ন গুহ, নেতাইয়ের বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়া, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ ভৌমিক এবং জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গীরীন্দ্রনাথ বর্মন এই চারজনের জেলা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল নিহত যুবক প্রেম কুমার বর্মনের বাড়িতে যান। এমনকি সীমান্তের যে জায়গায় ঘটনাটি ঘটেছিল সেই জায়গাটিও পরিদর্শন করেন তাঁরা।
আরও পড়ুন- বিতর্ক পিছু ছাড়ছে না বিশ্বভারতীর, সাসপেন্ড ৬ পড়ুয়া ও বরখাস্ত এক অধ্যাপক
শনিবার বর্ডার সিকিউরিটি ফোর্সের পক্ষ থেকে জানানো হয়, প্রেম নামে এই যুবক শনিবার সকালে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে গরুপাচারের চেষ্টা করছিলেন। সেই সময়ই দুর্ঘটনাবশত গুলি লাগে।
যদিও মৃত যুবকের পরিবার জানিয়েছে, প্রেম বেঙ্গালুরুতে শ্রমিকের কাজ করতেন। দিন দুয়েক আগে ছুটি নিয়ে বাড়ি ফিরেছেন। শনিবার সকালে নিজেদের চাষের জমি পরিদর্শনে যান তিনি। অভিযোগ, সেখানেই বিএসএফ গুলি চালায়।