রাস্তার মাঝে বসে রয়েছেন এক যুবক। তাও আবার চেয়ারে। কোনও ভ্রুক্ষেপ নেই। কিন্তু সেখানেই ঘটল বিপত্তি। লরির ধাক্কায় ছিটকে পড়লেন তিনি। আর তারপর কিছুক্ষণের জন্য হকচকিয়ে যান তিনি। সেই ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা।
কী ঘটেছে?
যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে সেখানে দেখা গিয়েছে রাতের বেলায় মাঝ রাস্তায় এক যুবক চেয়ারের উপর বসে রয়েছেন। আশপাশ দিয়ে পথচারিরা গেলেও তাঁকে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়নি।
এমন সময় একটি লরি পিছন থেকে গিয়ে ওই ব্যক্তিকে ধাক্কা মারে। এবং চেয়ার থেকে পড়ে যান তিনি। NDTV-তে প্রকাশিত একটি রিপোর্টে জানা গিয়েছে ওই এলাকাটি উত্তরপ্রদেশের। এবং সেখানকার একটি পুলিশ চেক পোস্টের কাছাকাছি এলাকাতেই উপস্থিত ছিলেন তিনি।
পুলিশের তরফে জানানো হয়েছে ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। উত্তরপ্রদেশ পুলিশের তরফে এক্স হ্যান্ডেলে এই সংক্রান্ত একটি পোস্ট করা হয়েছে। সেখানে বলা হয়েছে, কোতোয়ালি নগর থানার তরফে পুরো ঘটনাটির তদন্ত করা হয়েছে। ওই ঘটনার পরেই পুলিশ তাঁকে উদ্ধার করে। তেমন কোনও চোট লাগেনি। ইতিমধ্যে ওই যুবককে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। এবং লরিটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।