কলকাতা পুরসভার কোয়ার্টারের ছাদে শুয়ে থাকা এক যুবককে কুপিয়ে খুন। মৃত যুবকের নাম নীতীশ রবি দাস। বয়স ১৮ বছর। ঘটনাটি ঘটেছে ফুলবাগানের কলকাতা পুরসভার ঝাড়ুদারদের কোয়ার্টারে। পরিবারের অভিযোগ, ছাদে নেশা করতে গিয়েছিলেন অন্য এক যুবক। অভিযোগ, সেই সময় দুজনের বচসা বাধে। এরপরই নীতীশকে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। পুলিশ তদন্ত শুরু করে অভিযুক্তকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে খবর, নিহত যুবকের বাবা পুরসভার কর্মচারী। ফুলবাগানের কোয়ার্টারে পরিবারের সঙ্গে থাকতেন। রাতে ছাদে শুতে যেতেন নীতীশ। রবিবার রাত সাড়ে ১২টা নাগাদ ছাদে যান আকাশ হরি নামে ওই আবাসনের বাসিন্দা। পরিবারের অভিযোগ, নেশার ঘোরে নীতীশের জলের বোতল মাটিতে ফেলে দেন আকাশ। আপত্তি করলে ঝামেলা শুরু হয়।
পুলিশের অনুমান, এরপরই আকাশ গাঁজা কাটার ছুরি দিয়ে নীতীশের বুকে পরপর কয়েকবার কোপ মারেন। নীতীশের রক্তাক্ত দেহ উদ্ধার করে NRS হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।