লিফটে পা আটকে বিপত্তি এক যুবকের। বুধবার ঘটনাটি ঘটেছে আলিপুর ট্রেজারি বিল্ডিংয়ে। ওই যুবকের নাম সাহাবুদ্দিন মোল্লা। তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে SSKM হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কী ঘটেছে?
জানা গিয়েছে, সাহাবুদ্দিন লিফটে চেপে ছ তলা যাচ্ছিলেন। সেখানে পৌঁছনোর পর গেট খুলে বেরচ্ছিলেন। সেসময় হঠাৎ করে লিফ্টটি কিছুটা নেমে যায়। এবং ঠিক তখনই লিফটের নিচের অংশে সাহাবুদ্দিনের পা আটকে যায়।
দীর্ঘক্ষণ আটকে থাকার পর খবর পেয়ে সেখানে পৌঁছন বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। পৌঁছয় দমকল বাহিনী। প্রায় দুঘণ্টা পর উদ্ধার করা হয় সাহাবুদ্দিনকে। এছাড়াও ওই লিফটে আটকে ছিলেন আরও পাঁচ, ছ জন যাত্রী। তাঁদেরকেও উদ্ধার করা হয়েছে।