প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিআইএম (CPIM) নেতা মানব মুখোপাধ্যায় (Manab Mukherjee passes away)। মঙ্গলবার দুপুরে মল্লিকবাজারের ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বর্ষীয়ান বাম নেতা। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৭ বছর।
প্রাক্তন মন্ত্রীর মৃত্যুর খবর পেতেই হাসপাতালে যান সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম(Md. Selim) সহ অন্যান্য নেতারা। উপস্থিত ছিলেন কলকাতা জেলা সম্পাদক কল্লোল মজুমদারও(Kallol Majumder)।
সিপিআইএমের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার বেলা ১১টা ১০মিনিট নাগাদ হৃদরোগে আক্রান্ত হন মানব মুখোপাধ্যায়(Manab Mukherjee passes away)। এরপর ১১টা ৪৫মিনিট নাগাদ হাসপাতালে আনার পথেই প্রয়াত হন তিনি(Manab Mukherjee passes away)। মঙ্গলবার চক্ষুদানের পর মরদেহ পিস ওয়ার্ল্ডে শায়িত রাখা হবে। ৩০ নভেম্বর, বুধবার, সকাল ১০টা নাগাদ প্রথমে মরদেহ নিয়ে যাওয়া হবে বেলেঘাটা এরিয়া অফিসে(Baliaghata CPIM Office)। এরপর ১১টায় পার্টি রাজ্য দফতর, জেলা দফতর ঘুরে বেলা ১২টা ৩০মিনিটে মিছিল করে কলকাতা মেডিকাল কলেজে গিয়ে প্রাক্তন মন্ত্রীর দেহদান করা হবে।
প্রথমে ছাত্র সংগঠন, পরে সিপিআইএমের যুব সংগঠনের হাত ধরে রাজ্য রাজনীতিতে পরিচিতি পান মানবেন্দ্র ওরফে মানব মুখোপাধ্যায়(Manab Mukherjee passes away)। পরবর্তীতে ডিওয়াইএফআইয়ের(DYFI) রাজ্য সম্পাদক হয়েছিলেন তিনি। বেলেঘাটা আসন থেকে জিতে সংসদীয় রাজনীতিতে প্রবেশ মানববাবুর(Manab Mukherjee passes away)। তথ্যপ্রযুক্তি, পর্যটনের মতো একাধিক গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব সামলেছেন তিনি। পাশাপাশি, সংগঠনের বিভিন্ন দায়িত্ব সফলভাবেই পালন করেন মানববাবু(Manab Mukherjee passes away)। পরবর্তীতে এই শারীরিক অসুস্থতার কারণেই দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর পদ থেকে অব্যাহতি নিয়েছিলেন তিনি।