ম্যানগ্রোভ অরণ্যের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আর সুন্দরবন নয়, এবার এই প্রাকৃতিক শোভা দেখা যাবে ঝাড়গ্রাম জেলায়।
সম্প্রতি উষ্ণায়নের ফলে ধীরে ধীরে ম্যানগ্রোভ অরণ্য তৈরি হচ্ছে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন প্রান্তে। জানা গিয়েছে, আবহাওয়ার পরিবর্তনের ফলে এই লবণাম্বু উদ্ভিদ গুলি ঝাড়গ্রাম জেলার বিভিন্ন প্রান্তে জন্মাচ্ছে।
ঝাড়খন্ড ও বাংলার সীমানা লাগোয়া বেলপাহাড়ি-সহ বিভিন্ন জঙ্গল লাগোয়া এই ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ দেখতে পাওয়া যাচ্ছে।
বেলপাহাড়ির এলাকার স্থানীয়দের মতে, বহুদিন আগে এইসব এলাকাগুলি ছিল সমুদ্র থেকে অনেকটা কাছে। ফলে একসময়ে এই লবণাম্বু জাতীয় উদ্ভিদ গুলির একটি প্রজাতি দেখতে পাওয়া যেত।
এই এলাকাগুলিতে লবণাক্ত খনিজ সম্পদ থাকায় উদ্ভিদগুলির প্রয়োজনীয় লবণ এই মাটি থেকে সংগ্রহ করে।