নিয়োগ মামলায় জামিন পেলেন মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্য। শর্তসাপেক্ষে তাঁকে জামিন দিল কলকাতা হাইকোর্ট। এই প্রথম নিয়োগ মামলায় জামিন পেলেন কোনও অভিযুক্ত।
নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল শতরূপা ভট্টাচার্যের। তারপরেই তাঁকে গ্রেফতার করা হয়। সোমবার এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেখানে বিচারপতি বলেন, মানিক ভট্টাচার্যের স্ত্রীকে আর হেফাজতে রাখার প্রয়োজন নেই। তাই তাঁর জামিন মঞ্জুর করা হয়। জানা গিয়েছে, জামিন দেওয়ার পাশাপাশি তদন্তকারী সংস্থা ED কে সতর্কও করেছে। তিনি জানিয়েছেন, অনুমানের ভিত্তিতে কোনও পদক্ষেপ যেন না নেওয়া হয়।
সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি মামলায় শতরূপা ভট্টাচার্যের কাছ থেকে এমন কিছু পাওয়া যায়নি যা নিয়ে তদন্ত করা যেতে পারে। সেকারণেই জামিন দেওয়া হয়েছে তাঁকে। তবে নিম্ন আদালতে নিয়মিত হাজিরা দিতে হবে তাঁকে।
২০২২ সালে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় মানিক ভট্টাচার্যকে। সেই তদন্তে নেমে বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ পান তদন্তকারীরা। সেই সূত্রে গ্রেফতার করা হয় মানিক ভট্টাচার্যের স্ত্রীকেও।