আদালত থেকে জেলে ফেরার পথে বিপত্তি । আহত হলেন তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya) । জেলে ঢোকার আগে পুলিশের গাড়িতে ব্রেক কষায় তাঁর মাথায়, মুখে ও বুকে চোট লেগেছে বলে জানা গিয়েছে । তাঁর আঘাত কতটা গুরুতর (Manik Bhattacharya injured), তা জানা যায়নি ।
মঙ্গলবার ব্যাঙ্কশাল কোর্টে শুনানি ছিল মানিকের । এদিন, আদালতের বাইরে কিছু সময়ের জন্য সাংবাদিকদের মুখোমুখি হন তিনি । সাংবাদিকদের প্রশ্নে তাঁকে মেজাজ হারাতে দেখা গিয়েছে । তিনি জানান, লন্ডনে তাঁর কোনও বাড়ি নেই । যদি সত্যি লন্ডনে তাঁর বাড়ি ও দুটি পাসপোর্ট থাকে, তাহলে যেন তাঁকে ফাঁসি দেওয়া হয় । এরপরই প্রেসিডেন্সি জেলে ফেরার পথে পুলিশের গাড়িতে চোট লাগে তাঁর ।
আরও পড়ুন, Manik Bhattacharya: 'লন্ডনে বাড়ি বা দুটি পাসপোর্ট থাকলে ফাঁসি হোক', দাবি জানালেন মানিক ভট্টাচার্য
গত বছরের ১১ অক্টোবর গ্রেফতার করা হয় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে। তারপর দফায় দফায় তাঁকে জেরায় একাধিক তথ্য মেলে বলেও জানায় ইডি। আগেই ১৬০ পাতার চার্জশিট তৈরি করে ইডি। ট্রাঙ্কবন্দি সেই চার্জশিটে প্রায় ৬০০০ পাতার নথি রয়েছে বলে ইডি সূত্রে খবর। ইডি সূত্রে আরও খবর, চার্জশিটে মানিক ভট্টাচার্যের স্ত্রী, পুত্র, মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল ও দুটি সংস্থার নাম রয়েছে।