নিয়োগ দুর্নীতি মামলায় ফের মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) জামিনের আবেদন খারিজ করে দিল আদালত । আরও ৩৫ দিন আপাতত জেলেই থাকতে হবে বিধায়ককে । ১৪ মার্চ পর্যন্ত তাঁর জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল আদালত (Bankshall Court) ।
এদিন, ব্যাঙ্কশাল আদালতে শুনানি চলাকালীন ইডির আইনজীবী জানান, পরীক্ষার ওএমআর শিট বা উত্তরপত্র ব্যবহার করে যে বিশেষ ‘গুপ্ত সঙ্কেত’ পাঠানো হত, সেই দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন কুন্তল । আর সবটাই নাকি মানিকের নজরদারিতে চলত । যদিও, মানিক সেই অভিযোগ অস্বীকার করেছেন । দুই পক্ষের কথা শুনে শেষপর্যন্ত মানিকের জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত ।
মঙ্গলবারও ব্যাঙ্কশাল কোর্টে শুনানি ছিল মানিকের । এদিন, আদালতের বাইরে কিছু সময়ের জন্য সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি । এদিন, সাংবাদিকদের প্রশ্নে তাঁকে মেজাজ হারাতে দেখা গিয়েছে । তিনি জানান, লন্ডনে তাঁর কোনও বাড়ি নেই । যদি সত্যি লন্ডনে তাঁর বাড়ি ও দুটি পাসপোর্ট থাকে, তাহলে যেন তাঁকে ফাঁসি দেওয়া হয় । এদিনই আবার প্রেসিডেন্সি জেলে ফেরার পথে পুলিশের গাড়িতে চোট লাগে তাঁর ।