হাইকোর্টের নির্দেশ মতো মঙ্গলবারই প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে ( Manik Bhattacharya) জিজ্ঞাসাবাদ করল সিবিআই (CBI) । এদিন রাত প্রায় সাড়ে ৯টা নাগাদ সিবিআইয়ের ৪ সদস্যের দল পৌঁছে গিয়েছিলেন প্রেসিডেন্সি জেলে (Presidency Jail) । প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি নতুন মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে খবর ।
জানা গিয়েছে, প্রেসিডেন্সি জেলে মানিকের পুরো জিজ্ঞাসাবাদ পর্ব ভিডিয়োগ্রাফি করা হয়েছে । বিচারপতি গঙ্গোপাধ্যায়ের জানিয়েছিলেন, মানিক জিজ্ঞাসাবাদ চলাকালীন কী বলেন, তা তিনি শুনতে চান । তাই ভিডিওগ্রাফির নির্দেশ দিয়েছিলেন ।
আরও পড়ুন, Mamata Banerjee: হঠাৎ করে রাজভবনে, চা খেয়েছেন বেরিয়ে জানালেন মুখ্যমন্ত্রী
এদিন, মানিককে জিজ্ঞাসাবাদ করতে যে চার সদস্যের টিম জেলে পৌঁছেছিল, সেখানে ছিলেন একজন এসপি পদমর্যাদার অফিসার, দু’জন ইন্সপেক্টর ও একজন ভিডিয়োগ্রাফি এক্সপার্ট ।
কলকাতা হাইকোর্টে কী নির্দেশ দিয়েছিলেন ?
মঙ্গলবার প্রাথমিক নিয়োগ সংক্রান্ত একটি নতুন মামলা শুনানি চলছিল কলকাতা হাইকোর্টে । অভিযোগ ওঠে, বীরভূম, হুগলিতে কোনও শূন্যপদ নেই জানিয়ে বহু প্রার্থীকে অন্য জায়গায় পাঠানো হয় । ১৫ থেকে ১৭ দিন পরই আবার সেই জেলায় তৈরি হয়ে যায় শূন্যপদ । ৪০০ প্রার্থীকে নেওয়া হয়। আদালতের প্রশ্ন এত তাড়াতাড়ি কীভাবে শূন্যপদ তৈরি হল ? সিবিআইকে বিষয়টি খতিয়ে দেখার দেন ।
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মনে করছে, সব কিছুর পিছনে মানিকের হাত থাকতে পারে । তাই, মঙ্গলবার বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, যাতে ওইদিন রাতেই জিজ্ঞাসাবাদ করা হয় মানিককে। প্রয়োজন হলে হেফাজতে নেওয়ার অনুমতিও দেয় আদালত।