শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এই মুহূর্তে ইডি হেফাজতে রয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)। এই মামলার চার্জশিটে নাম জড়িয়েছিল মানিকের স্ত্রী পুত্রেরও। শনিবার ব্যাঙ্কশাল আদালতে আত্মসমর্পণ করতে গেলেন মানিকের স্ত্রী শতরূপা ভট্টাচার্য ও পুত্র শৌভিক ভট্টাচার্য। শনিবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান তারা। যদিও তাদের জামিনের বিরোধীতা করেছে ইডি৷
উল্লেখ্য SSC দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই মানিক ভট্টাচার্যের বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। সেই আর্থিক তছরুপ কাণ্ডে মানিক পুত্র এবং পত্নীরও প্রশ্রয় ছিল তাও প্রমাণিত।এক মৃত ব্যাঙ্কির সঙ্গে ব্যাঙ্কে যৌথ অ্যাকাউন্ট রয়েছে মানিক-পত্নীর। সেই অ্যাকাউন্টে ৩ কোটি টাকা রয়েছে বলে দাবি করেছে ইডি। শৌভিকের নামেও রয়েছে বেআইনিভাবে টাকা তোলার অভিযোগ।