গরুপাচার তদন্ত মামলায় এবার ইডির জালে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মণীশ কোঠারি। মঙ্গলবার দিল্লিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। এদিনই তাঁকে তলব করেছিল ইডি। দীর্ঘ জেরার পর সন্ধ্যায় মণীশকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের খবর। ইডি সূত্রে দাবি করা হয়েছে, এদিন অনুব্রতর মুখোমুখি বসিয়েই জেরা করা হয় মণীশকে। তাঁর বয়ানে অনেক অসঙ্গতি পাওয়া গিয়েছে বলেই ইডি সূত্রে দাবি।
বুধবার-ই এই তদন্ত মামলায় তলব করা হয়েছে অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে। তাঁকেও হয়তো বাবার সামনে বসিয়েই জেরা করতে পারেন ইডি আধিকারিকরা। সূত্রের খবর, শুরু থেকেই এই তদন্ত মামলায় ইডির আতস কাচের নিচে ছিলেন মণীশ। এরআগেও একাধিকবার তাঁকে দিল্লিতে তলব করা হয়েছিল।
ওয়াকিবহাল মহলের মতে, সুকন্যার দিল্লি যাওয়ার আগে মণীশের গ্রেফতারি বেশ গুরুত্বপূর্ণ। কারণ, অনুব্রতর জেলে যাওয়ার পর থেকেই মণীশের নাম সামনে এসেছিল। শুধু অনুব্রতর সম্পত্তির হিসাব নয়, মণীশের কাছে জমা থাকত সুকন্যার জমিজমা সংক্রান্ত যাবতীয় খতিয়ানও।