পল্লবী, বিদিশার পর ফের অস্বাভাবিক মৃত্যু হয়েছে মঞ্জুষার। তাঁকেও তাঁর নিজের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে। মঞ্জুষার মৃত্যুর পর তাঁর মা দাবি করেছেন মেয়ের সঙ্গে বিদিশার বন্ধুত্ব ছিল।
যদিও মঞ্জুষার মায়ের এই কথায় আপত্তি জানিয়েছে বিদিশার কর্মক্ষেত্রের বন্ধু ও পরিচিতরা। তাঁদের দাবি, বিদিশার সঙ্গে মঞ্জুষার বন্ধুত্ব দূরের কথা, কোনও সম্পর্কই ছিল। বিদিশা বেশ কিছুদিন ধরে অভিনয় জগতে কাজ করছিল, কিন্তু মঞ্জুষা এই পেশায় নতুন। তাঁদের আরও দাবি, বিদিশার মুখে তাঁরা কখনও মঞ্জুষার নাম শোনেননি।
আরও পড়ুন: মঞ্জুষার মা সত্যি বলছেন না, দাবি বিদিশার মডেল বন্ধুবান্ধবদের
কিন্তু মৃত্যুর মাত্র ২৪ ঘণ্টা আগে একটি ফেসবুক পোস্টের কমেন্ট সেকশনে মঞ্জুষার বক্তব্য অন্য় কথা বলছে। শর্ট ফিল্ম পরিচালক প্রবীর কুণ্ডু পল্লবীর প্রসঙ্গ টেনে বিদিশার মৃত্যু নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছিলেন। সেই পোস্টের নিচে মঞ্জুষার অ্যাকাউন্ট থেকে কমেন্ট করা হয়েছে ‘আই ওকে (বিদিশা) চিনি...এই ডিসিশন ঠিক নয়...’। অর্থাৎ এখানে মঞ্জুষা স্পষ্টই বলছেন যে তিনি বিদিশাকে চিনতেন। বিদিশার অস্বাভাবিক মৃত্যুকে মঞ্জুষা মেনে নিতে পারেনি। সে লিখেছিল এই সিদ্ধান্ত ঠিক নয়, অথচ সে নিজেই একই পথ বেছে নিল।