অভিনেত্রী (Tollywood Actress) মঞ্জুষা নিয়োগীর (Manjusha Niyogi suicide) অস্বাভাবিক মৃত্যুতে শোকে বিহ্বল তাঁর স্বামী রামনাথ বন্দ্যোপাধ্যায়। মাত্র ছয় মাস আগে যার সঙ্গে বিয়ে হয়েছিল সে আজ আর পাশে নেই। রামনাথ বলেন, মঞ্জুষা এমনটা করবে জানলে তিনি তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যেতেন।
শুক্রবার সকালে অভিনেত্রী মঞ্জুষা নিয়োগীর ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বাড়ি থেকে। রামনাথ পেশায় চিত্রগ্রাহক। তিনি জানান, মঞ্জুষা অভিনয় জগতে তাঁর দক্ষতার পরিচয় রেখেছিলেন। কিন্তু সম্প্রতি তিনি পছন্দ মতো কাজ পাচ্ছিলেন না বলে অবসাদে ভুগছিলেন। অনেক জায়গায় অডিশন দিতে যেত কিন্তু মনের মতো কাজ জুটছিল না। তাই সম্প্রতি অবসাদগ্রস্ত হয়ে পড়েছিল।
Manjusha Neogi Death: মঞ্জুষার মা সত্যি বলছেন না, দাবি বিদিশার মডেল বন্ধুবান্ধবদের
রামনাথের আক্ষেপ, যদি তিনি আগে বুঝতে পারতেন যে মঞ্জুষা এমন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে, তাহলে অন্য ব্যবস্থা নিতেন। তাঁকে মনোবিদের কাছে নিয়ে যেতেন। রামনাথের আক্ষেপ মঞ্জুষা তাঁকে সেই সময়টুকুও দিল না।
গত কয়েক দিনের ব্যবধানে বাংলার বিনোদন জগতে মঞ্জুষাকে নিয়ে তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এর আগে গরফায় অভিনেত্রী পল্লবী দের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। গত বুধবার মডেল বিদিশার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রতিটি ক্ষেত্রে সম্পর্কের টানাপোড়েন এবং পেশাগত সাফল্য না পাওয়ার বিষয়টি সামনে এসেছে।