সম্পর্কের টানাপোড়েনের জের, নাকি পেশাগত সমস্যা? কসবার মেক আপ আর্টিস্ট তথা মডেল সরস্বতী দাসের (Saraswati Das Model Death) অস্বাভাবিক মৃত্যুর ঘটনার পর উঠছে এমন একাধিক প্রশ্ন। মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে পুলিশের হাতে এসেছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট।
শনিবার গভীর রাতে কসবায় নিজের বাড়িতে গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখা যায় সরস্বতীকে। সে কসবার বেদিয়াডাঙা এলাকার বাসিন্দা ছিল। বাবা সঙ্গে থাকেন না । মা ও মাসির কাছে বড় হয়ে উঠেছিলেন সরস্বতী। শনিবার রাতে তাঁর মা ও মাসি আয়ার কাজ করার জন্য বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর সরস্বতী আত্মহত্যা করেন বলে পুলিশের অনুমান। সরস্বতীকে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পান তাঁর দিদা।
Model Death in Kasba : এবার কসবায় উদ্ধার উঠতি মডেলের ঝুলন্ত দেহ, নাম সরস্বতী দাস
পরিবার সূত্রে খবর, মাধ্যমিকের পর আর পড়াশোনা করেননি সরস্বতী। মেক আপ আর্টিস্ট হিসেবে কাজ করতেন। কখনও কখনও ফটোশুটও করতেন। তা ছাড়া তিনি অভিনয় জগতে তারকা হওয়ার স্বপ্ন দেখতেন। পেশাগত জীবনে কোনও সমস্যা হচ্ছিল কি না, বা সম্পর্কের টানাপোড়েনে সরস্বতী ভুগছিলেন কিনা সবই পুলিশ খতিয়ে দেখছে। সরস্বতীর মৃত্যুর ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে, শ্বাসরোধ হয়েই তাঁর মৃত্যু হয়েছে।
পরিবারের দাবি, শনিবারও সরস্বতী স্বাভাবিক ছিলেন। সকলের সঙ্গে কথাও বলেছিলেন। তার পরেও কেন এই ঘটনা ঘটাল তা এখনও স্পষ্ট নয়। মাত্র ১৩ দিনে শহরে ৪ উঠতি মডেলের মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সম্পর্কের টানাপোড়েন এবং পেশাদারির দুনিয়ার চাপ সামলাতে না পারায় একের পর এক উঠতি মডেল-অভিনেত্রীরা চরম সিদ্ধান্ত নিচ্ছেন তা অত্যন্ত উদ্বেগজনক বলে মনে করছে ওয়াকিবহাল মহল।