বড়সড় ভোগান্তির মধ্যে পড়তে চলেছেন শিয়ালদহ লাইনের যাত্রীরা। বৃহস্পতিবার মধ্যরাত থেকে রবিবার দুপুর ২টো পর্যন্ত শিয়ালদহ স্টেশনের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মের মধ্যে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ। ফলে বহু ট্রেন বাতিল হয়েছে। বেশ কিছু ট্রেনের যাত্রাপথ বদলাবে।
শহরতলির লোকাল ট্রেনের যাত্রিধারণ পরিকাঠামো বৃদ্ধি সংক্রান্ত কাজের জন্যই এমন পদক্ষেপ। আপাতত জানা গিয়েছে , সব মিলিয়ে ৮৮টি ট্রেন বাতিল হবে৷ ফলে রীতিমতো ভোগান্তিতে পড়তে হবে যাত্রীদের।
শুধু ট্রেন বাতিলই নয়, বেশ কিছু ট্রেনের যাত্রাপথ কমবে। বহু ট্রেনের যাত্রাপথ শুরু ও শেষ হবে দমদম জংশন ও দমদম ক্যান্টনমেন্টে। সবমিলিয়ে নৈহাটি, কল্যাণী, ব্যারাকপুর, রানাঘাট, গেদে, শান্তিপুর, বনগাঁ, হাসনাবাদ শাখার যাত্রীরা সমস্যায় পড়বেন।