রাজ্যের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে নেই উপাচার্য। চাঞ্চল্যকর এই খবরে নড়েচড়ে বসেছে উচ্চশিক্ষা দফতর। উপাচার্য না থাকার দরুন কী কী সমস্যায় পড়তে হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলিকে, অবিলম্বে তা জানাতে বলা হয়েছে রাজ্য সরকারকে। কলকাতা, উত্তরবঙ্গ, আলিপুরদুয়ার-সহ রাজ্যের প্রায় ন’টি বিশ্ববিদ্যালয়ে নেই কোনও স্থায়ী উপাচার্য। অস্থায়ী উপাচার্যদের মেয়াদ ফুরিয়েছে। ফলে দীর্ঘদিন ধরেই 'উপাচার্যহীন' উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান। গত ৯ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চেয়ে চিঠি পাঠানো হয় বিশ্ববিদ্যালয়গুলিতে।
জানা গিয়েছে, স্থায়ী উপাচার্য না থাকার সমস্যায় জর্জরিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো রাজ্যের ৯টি বিশ্ববিদ্যালয়। উচ্চ শিক্ষা দফতর সূত্রে খবর, পদ ফাঁকা হওয়ার আগেই রাজ্য সরকার উপাচার্য নিয়োগের কথা জানায় রাজভবনকে। এমনকি, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালের স্থায়ী উপাচার্য ঠিক করতে সার্চ কমিটির মনোনীত প্রার্থীদের সঙ্গে আচার্য তথা রাজ্যপাল কথাও বলেন। কিন্তু এখনও পর্যন্ত আচার্যের তরফে কোনও সিদ্ধান্ত জানানো হয়নি বলেই খবর।
আরও পড়ুন- Sikkim Earthquake : ভোরে সিকিমে ভূমিকম্প, আতঙ্কে পাহাড়বাসী
উপাচার্য না থাকায় বহু জরুরি বৈঠক আটকে আছে। যার ফলে নেওয়া যাচ্ছে না গুরুত্বপূর্ণ বহু সিদ্ধান্ত। এদিকে, উপাচার্য না থাকায় অর্থসংক্রান্ত দায়িত্ব কাউকে দেওয়াও যাবে না। ফলে ৯টি বিশ্ববিদ্যালয়ের অসংখ্য অধ্যাপক-শিক্ষাকর্মী বেতন আটকে যাওয়ার আশঙ্কায় ভুগছেন।