প্রয়াত মাওবাদী নেতা চণ্ডী সরকার। বৃহস্পতিবার ৭৬ বছর বয়সে নিজের বাড়িতেই মারা যান নদীয়া-মুর্শিদাবাদের এই দক্ষ সংগঠক। ষাটের দশকে রেলের চাকরি ছেড়ে মাওবাদী আন্দোলনে জড়িয়ে পড়েন চণ্ডী সরকার। তারপর থেকে তাঁর হাত ধরে নদিয়া-মুর্শিদাবাদ জেলাজুড়ে মাওবাদী আন্দোলন বিস্তার লাভ করে। মূলত ভাগীরথী-তিস্তা আঞ্চলিক কমিটির দায়িত্ব নিয়ে তিনি কৃষক আন্দোলনে বড় ভূমিকা নেন। জলঙ্গীর চর ধরে শান্তিপুর-কোতোয়ালি-ভীমপুর-নাকাশিপাড়া-তেহট্ট এবং মুর্শিদাবাদ জেলার নওদা-রেজিনগর-ডোমকল সহ বিস্তীর্ণ এলাকায় সংগঠন গড়ে তোলেন তিনি। সরকার-বিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ২০০৫ থেকে ২০১২ সাল পর্যন্ত জেলবন্দি ছিলেন চণ্ডী সরকার। পরে ছাড়া পেতেই ফের কৃষক আন্দোলনে জড়িয়ে পড়েন তিনি।
জানা গিয়েছে, ১৯৪৭ সালের ১৫ অগস্ট নদিয়ার মহারাজপুরের এক জমিদার পরিবারে জন্ম তাঁর। চণ্ডী সরকারের পিতৃদত্ত নাম ছিল অশোক। এই মাওবাদী নেতা ছোট থেকেই হকি খেলতে ভালবাসতেন। আর সেই খেলার সুবাদেই রেলে চাকরি পান। পরে খাদ্য আন্দোলনের সময়ে সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়েন চণ্ডী সরকার। পরবর্তীতে সিপিআই(মাওবাদী) দলে যোগ দেন।