আজ, ৩১ অগাস্ট ধূমধাম করে পালিত হচ্ছে গণেশ পুজো (Ganesh Puja 2022) । গজাননের পুজো হচ্ছে রাজ্যজুড়ে । কিন্তু, সিদ্ধিদাতার আরাধনায় চিন্তা বাড়াচ্ছে অগ্নিমূল্য বাজারদর (Market Price Increasing) । দাম বেড়েছে ফল থেকে সবজি সবকিছুরই। মাথায় হাত পড়েছে মধ্যবিত্তদের ।
বিশেষ করে ফলের (Fruits Price Hike) বাজার আগুন । ন্যাসপাতির দাম যেখানে সাত দিন আগে প্রতি কেজি ১০০-১২০ টাকায় বিক্রি হচ্ছিল, সেখানে এদিন মানিকতলা বাজারে ন্যাসপাতির দাম প্রায় ৩০ টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে । ১৫০ টাকাতেও বিক্রি হচ্ছে ন্যাসপাতি । অন্যদিকে, আপেল ও পেয়ারার দাম যথাক্রমে কেজি প্রতি ১২০ টাকা ও ৭০ টাকা । একসপ্তাহে শসার দাম প্রায় ৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজিতে । আনারসের দামও একই ।
আরও পড়ুন, Ganesh Chaturthi 2022 : ২১টা মোদক ছাড়া গণেশ পুজো সম্পন্ন হয় না, কেন জানেন ?
সবজির দাম তো আগের থেকেই বাড়ছিল । মানিকতলা বাজারে পটল কিনতে হচ্ছে কেজি প্রতি ৫০ থেকে ৬০টাকায় । অন্যদিকে, ঢ্যাঁড়স ও ঝিঙের দামও একই । এক কেজি বেগুনের দাম ৬০ থেকে ৮০টাকা । লঙ্কা সেখানে বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকায় ।
সিদ্ধিদাতাকে তুষ্ট রাখতে আয়োজনের খামতি রাখতে চান না কেউই । তাই বাধ্য হয়ে অনেককে চড়া দামেই কিনতে হচ্ছে ফল, শাক-সবজি । কিন্তু, খরচের কথা চিন্তা করে মাথায় হাত পড়েছে মধ্যবিত্তদের ।