মাঝে মাত্র একটা দিন। দীর্ঘ দু'বছর পর নববর্ষের পুরনো মেজাজে বাঙালি। কারণ অতিমারী অনেকটাই নিয়ন্ত্রণে। তাই এবার উদযাপনের আমেজ রয়েছে বেশ খানিকটা। কিন্তু সেই আমেজে বাধ সাধছে বাজারের ঊর্ধ্বমুখী দর। বাংলা নববর্ষের আগে ফের হু হু করে দাম বাড়তে শুরু করেছে জিনিসপত্রের। ফল, ফুল, আনাজপাতি, মাছ, মাংস— সবেরই দাম কেজিতে প্রায় ১৫-২০ শতাংশ বেড়ে গিয়েছে।
জ্যোতি আলু ১৮ টাকা কেজি প্রতি , চন্দ্রমুখী আলু ২০-২২ টাকা কেজি
পেঁয়াজ কেজি প্রতি ২০-২৫ টাকা , আদা কেজি প্রতি ৮০-১০০ টাকা, পাতিলেবু ৮-১০ টাকা পিস, কাঁচালঙ্কা কেজি প্রতি ১২০-১৬০ টাকা।
কুমড়ো কেজি প্রতি ২০-৩০ টাকা, লাউ কেজি প্রতি ৩০-৪০ টাকা, পেঁপে ৩০ টাকা কেজি, বাঁধাকপি ৩০ টাকা কেজি, ফুলকপি ২৫-৩০ টাকা জোড়া, টমেটো কেজি প্রতি ৪০ টাকা।
মুলো ৩০-৪৫ টাকা কেজি, গাঁটি কচু ২০-৩০ টাকা কেজি, গাজর কেজি প্রতি ৩০-৪০ টাকা, উচ্ছে কেজি প্রতি ৪০ টাকা, ধনেপাতা ১২০ টাকা কেজি, লাউশাক ১০ টাকা আঁটি।
শিম কেজি প্রতি ৩০ টাকা, বেগুন ৫০ টাকা কেজি, পটল কেজি প্রতি ৪০-৫০ টাকা, ঢ্যাঁড়স কেজি প্রতি ৫০-৬০ টাকা, ঝিঙা ৫০ টাকা কেজি, কাঁকরোল ৫০ টাকা কেজি,
রুই মাছ (গোটা) কেজি প্রতি ১২০-১৫০ টাকা, কাতলা মাছ (গোটা) কেজি প্রতি ২২০-২৪০ টাকা, পাবদা ৩৫০-৪৫০ টাকা, পার্শে ৩৫০-৪০০ টাকা, গলদা চিংড়ি কেজি প্রতি ৫৫০-৬০০ টাকা, বাগদা চিংড়ি কেজি প্রতি ৬০০-৭০০ টাকা।
মুরগির মাংস (গোটা) কেজি প্রতি ১৩০-১৪০ টাকা, মুরগির মাংস (কাটা) কেজি প্রতি ১৭৫-১৯০ টাকা, পাঁঠা / খাসির মাংস কেজি প্রতি ৬৫০-৭২০ টাকা।