আজ কোজাগরী লক্ষ্মীপুজো। কিন্তু তার আগেই কপালে চিন্তার ভাঁজ বাঙালি মধ্যবিত্তের। সৌজন্যে ফল ও সবজির লাগামছাড়া মূল্যবৃদ্ধি। তারপরেও তিলধারণের জায়গা নেই বাজারে। দশকর্মা ভাণ্ডার থেকে ফল-সবজির বাজার, সবেতেই থিকথিকে ভিড়। শনিবার সন্ধ্যের পর থেকে সেই ভিড় আরও বেড়েছে।
রবিবার কলকাতা ও শহরতলিতে পেয়ারা বিকোচ্ছে কেজি প্রতি ৮০ থেকে ১২০ টাকায়। শশার কেজি ৫০ থেকে ৬০ টাকা। আবার পাণিফলের কেজি ৮০ থেকে ৯০ টাকা। তবে সবচেয়ে চড়া দাম আপেলের। মহালয়ার পর থেকেই আপেলের দামে আগুন। শনি ও রবিবার আপেল বিকোচ্ছে কেজি প্রতি ১৩০-১৫০ টাকায়। অন্যদিকে, নাসপাতির দাম কেজি প্রতি ১০০ থেকে ১৪০ টাকা। নারকেল এক পিসের দাম ৬০ টাকা।
আরও পড়ুন- Laxmipuja Market : ডবল সেঞ্চুরি আদার, লক্ষ্মীপুজোর বাজারে দাম শুনে বাঙালির মগজে কারফিউ
তবে পিছিয়ে নেই সবজির বাজারও। বেগুন, ঢ্য়াঁড়শ, কুমড়ো সবার স্ট্রাইক রেট ৪০। ভোগের খিচুড়িতে ফুলকপি পড়বে কীনা, তা বাজারে দাঁড়িয়েই টস করতে হয়েছে। কারণ, বড় জোড়া ১০০ টাকা, আর ছোট জোড়া ৫০ টাকা। বাঁধাকপিও ৪০ থেকে ৫০ টাকা। এর মধ্য়ে সেঞ্চুরি হাঁকিয়েছে গাজর, সিম, বিনস আর কাঁচা লঙ্কা। তবে সবাইকে ছাপিয়ে লক্ষ্মীপুজোতে ডবল সেঞ্চুরি আদার। প্রতিটি বাজারেই এক কেজি আদা ২০০ থেকে ২২০ টাকা।