কোভিড(Covid-19) আতঙ্কে ত্রস্ত বাংলা(West Bengal)। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি দঃ ২৪ পরগণা(South 24 Parganas) জেলা জুড়ে বেড়েই চলেছে কোভিড(Covid) আক্রান্তের সংখ্যা। কিন্তু তারপরেও হুঁশ ফিরছে না একশ্রেণীর মানুষের।
করোনার(Coronavirus) বাড়বাড়ন্তের জেরে এবার বারুইপুরে(Baruiur) বন্ধ করা হল বাজার, দোকান। এর আগেও বারুইপুরে পুলিশের(Baruipur Police) তরফে অভিযান চালানো হয় দফায় দফায়। মাস্কহীনদের সতর্ক করা হয় পুলিশ-প্রশাসনের তরফ থেকে। বারুইপুর(Baruipur) ব্লকের ১৯টি গ্রামপঞ্চায়েত এলাকার বাজার বন্ধের নির্দেশ দেওয়া হয়। কিন্তু তারপরেও দেখা যায় বেশ কিছু দোকান খোলা রয়েছে, রয়েছে অল্পবিস্তর ভিড়। এরপরেই বাজারে গিয়ে দোকান বন্ধ করেন প্রশাসনের কর্তারা, পাশাপাশি মানুষকে সতর্ক করা হয়।
আরও পড়ুন- Market Closed in Bardhaman : করোনার বাড়বাড়ন্ত, বন্ধ করে দেওয়া হল বর্ধমান শহরের সব বাজার
অন্যদিকে, ক্যানিংয়েও(Canning) দেখা গেল এক ছবি। করোনার জেরে সেখানে সোমবার থেকে চারদিন বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানুষকে সচেতন করা হচ্ছে প্রশাসনের তরফে। শুধু মূল ক্যানিং(Canning) বাজার নয়, ক্যানিং এলাকার মাছ, সবজি বাজার সহ সমস্ত দোকান বন্ধ রাখার কথা জানানো হয়েছে। সোমবার বিধায়ক(MLA) পরেশ দাস এলাকায় ঘুরে ঘুরে বাজার বন্ধ এবং করোনা(Corona) সচেতনতা বিষয়ে প্রচার চালান।